Homeস্লাইড নিউজশিরোনাম

ছাত্রলীগ নেতা রাফির বাড়িতে ডাকাতির রহস্য উদ্ঘাটন

ফটিকছড়ি প্রতিনিধি: গত ১১/০১/২০১৮ ইং গভীর রাতে সুন্দরপুর ছোট ছিলোনিয়া ছাত্রলীগ নেতা এমরুল ইসলাম রাফির বসত ঘরে একদল ডাকাত দরজা ভেঙ্গে ঢুকে রাফিকে গুরুতর

আমি বন্যার পানিতে ভেসে আসা কচুরিফনা নই -এটিএম পেয়ারুল ইসলাম
ফটিকছড়ি বারমাসিয়া নন্দীপাড়ায় শ্যামা পূজা উদযাপন
ফটিকছড়ি ছাত্র সেনার বর্ধিত সভা

ফটিকছড়ি প্রতিনিধি: গত ১১/০১/২০১৮ ইং গভীর রাতে সুন্দরপুর ছোট ছিলোনিয়া ছাত্রলীগ নেতা এমরুল ইসলাম রাফির বসত ঘরে একদল ডাকাত দরজা ভেঙ্গে ঢুকে রাফিকে গুরুতর জখম করে ৩টি মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ডাকাতি করে নিয়ে যায়। ১৬/০১/২০১৮ খ্রিঃ তারিখে রাফির পিতা-মোঃ নজরুল ইসলাম সিকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ২০/২১ জন ডাকাতের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন।

এসআই এইচ এম দেলোয়ার হোসেন মামলা তদন্তকালীন তথ্য প্রযুক্তির ভিত্তি অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদ এর নেতৃত্বে ২২/০১/২০১৮ইং তারিখ দিনভর অভিযান চালিয়ে ভূজপুর এলাকা থেকে মোঃ জামাল উদ্দিন (২৪) পিতা-মোঃ ইছহাক, মাতা-রেনু বেগম, সাং-পশ্চিম ভূজপুর, চৌকিদার টিলা, ৩নং ওয়ার্ড, ৪নং ভূজপুর ইউপি, থানা-ফটিকছড়ি,  জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে রাফির পিতার লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়। আসামী জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ কালে অন্যান্য ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।