• February 18, 2025

জরুরী চিকিৎসা সেবায় স্বেচ্ছায় রক্ত দিলেন লক্ষ্মীছড়ি ইউএনও

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। জীবন বাঁচাতে জরুরী চিকিৎসা সেবায় রক্ত দিয়ে প্রসংশনীয় অবদান রাখলেন তিনি।

১২অক্টোবর সোমবার দুপুরে একজন রোগীর জরুরী ‘বি’ পজেটিভ রক্তের প্রয়োজন হওয়ায় লক্ষ্মীছড়ি হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে মানবতার সেবায় নাম লেখার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন লক্ষ্মীছড়ি ইউএনও।

লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, বেলতলী পাড়া এলাকার সোনাধন কার্বারী লক্ষ্মীছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরুরী রক্তের প্রয়োজন হলে খবর পেয়ে হাসপাতালে যান ইউএনও। রক্তের গ্রুপ মিলে যাওয়ায় স্বেচ্চায় রক্ত দেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন বলেন, বিগত দিনের কর্মস্থলেও জরুরী প্রয়োজনে রোগীদের সেবায় রক্ত দিয়েছি। এছাড়াও ছাত্র জীবন থেকেও আমি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছি। এ পর্যন্ত প্রায় ১৫/১৬বার রক্ত দেয়ার সুযোগ হয়েছে বলে জানান তিনি।

মানুষ মানুষের জন্য। এমনিভাবে সবাই সবার জন্য এগিয়ে আসলে মানবতারই জয় হবে বলে মনে করেন অনেকে। লক্ষ্মীছড়ি যুব রেডক্রিসেন্ট’র সদস্যরা এ কাজে সহযোগিতা করে আসছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post