• February 18, 2025

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাটিরাঙ্গায় দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাটিরাঙ্গায় দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসস সেনাবাহিনীর ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণকরা হয়েছে। ১০ জানুয়ারি রবিবার মাটিরাঙ্গা হ্ইাস্কুল মাঠে প্রায় ৪ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে গুইমারা রিজিয়ন কমান্ডার এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, মুক্তিযোদ্ধের চেতনাই হচ্ছে দেশ প্রেম, দেশ রক্ষা ও জনগনের সেবা করাই আমাদের লক্ষ্য। ১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবতর্ন করেছেন, এই মহান দিনে অসহায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর এ উন্নয়ন কর্মকান্ড অব্যহত থাকবে বলেও জানান তিনি।।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, নবাগত জোন অধিনায়ক মোহাম্মদ মোহসীন হাসান, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post