জাতির র্সূয সন্তানদের অবদান কখনো অস্বীকার করা যাবে না -গুইমারা রিজিয়ন কমান্ডার
খাগড়াছড়ি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড, গুইমারা রিজিয়ন।
দুপুরে রিজিয়ন সদর দপ্তরের মুশফিক হলে আয়োজিত বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম। এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর সূর্য্য সন্তান। তাঁেদর অবদানকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। তাই সকলেরই উচিৎ দেশ-মাতৃকার এ গর্বিত সন্তানদের পাশে থাকা।
পরে তিনি সবাইকে সাথে নিয়ে প্রীতিভোজে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিজিয়নের বিএম মেজর মো: ফজলে রাব্বী, গুইমারা উপজেলা চেয়ারম্যান উষেপ্রু মারমা, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যবৃন্ধ, সাংবাদিক ও পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।