• December 21, 2024

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গুইমারাতে মাছের পোনা অবমুক্ত করণ ও লক্ষ্মীছড়ি সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার: মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। সকালে জেলার গুইমারা বিজিবি সেক্টরের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল হাই। এসময় মাছ চাষে বিজিবি জোয়ানদের উৎসাহ প্রদান করেন সেক্টর কমান্ডার। এছাড়াও উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে “গুইমারা বর্ডার গার্ড হাসপাতালে” মাছের পোনা অবমুক্ত করেন বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল এমদাদুল হক।

এসময় অন্যান্যের মধ্যে হাসপাতালের উপ-অধিনায়ক মেজর মনোয়ার মোর্শেদ, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিদুল ইসলাম’সহ বিজিবির পদস্থ কর্মকর্তারা, সেবিকা ও বিজিবি জোয়ানরা উপস্থিত ছিলেন। পরে দেশের কল্যাণ কমনায় বিশেষ মুনাজাত করা হয়।

এদিকে লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা উচিত ময় চাকমা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, উপজেলা নির্বাচন অফিসার কিরণ চাকমা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসারসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সাপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে সাংবাদিক মো: মোবারক হোসেন ও তালাত মাহমুদ শিশিরসহ অন্যাণ্যরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post