জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মহালছড়িতে সংবাদ সম্মেলন
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহালছড়ি মৎস্য অধিদপ্তর। ১৭ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী সর্ম্পকে বিস্তারিত তুলে ধরে বলেন, আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী অনুযায়ী ব্যানার, ফেস্টুন সহযোগে র্যালী, পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচীর আওতায় ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহনের মাধ্যমে মৎস্য সেক্টরে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের গৃহিত পদক্ষেপ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সকলকে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান তিনি।