• December 13, 2024

জামিনে মুক্তি পেলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম

খাগড়াছড়ি প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল আজম অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের আদালত তার জামিন মঞ্জুর করলে বিকেলে জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এক স্কুল শিক্ষিকার করা মামলায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ গত ১৪ জানুয়ারি নুরুল আজমকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের নীচ তলা থেকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘ফেইসবুক প্রেস’ নামে একটি ম্যাসেঞ্জার গ্রুপের ভাইরাল হওয়া জনৈক স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯, ৩১ ধারায় মামলায় ১৪ জানুয়ারি দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, সাংবাদিক নুরুল আজম জামিনে মুক্তি পাওয়ার পর জেল গেইটে খাগড়াছড়ির পেশাজীবী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post