খাগড়াছড়িতে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১জুন শনিবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে বই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টু, মো: মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ। সভায় ওয়াদুদ ভ‚ইয়া বলেন, শহীদ জিয়াকে জানতে হবে, নতুন প্রজন্মকে জানাতে হবে। জিয়া পরিবারের ইতিহাস এই সরকার মুছে ফেলছে। তাই আগামী দিনের দেশনায়ক তারেক রহমান বই প্রকাশের মাধ্যমে ছেলে-মেয়েদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার কাজটিই করে যাচ্ছেন।