• December 24, 2024

জেলা তথ্য অফিসের উদ্যোগে মহালছড়িতে মহিলা সমাবেশ

মহালছড়ি প্রতিনিধি: গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যেগে খাগড়াছড়ির মহালছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরীন ঊর্মি, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার এবং জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, মধুমিতা ত্রিপুরা ও সুমাইয়া আক্তার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে নারী ক্ষমতায়নের ভূমিকা জরুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post