জেলা পরিষদের সদস্য জুয়েলকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শুভেচ্ছা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল‘কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পানছড়ি উপজেলা কমিটি।
আজ রবিবার সকাল নয়টায় তার বাস ভবনে উপজেলা কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, আলী আক্কাছ ও এমদাদুল হক (রিপন)‘র নেতত্বে এই শুভেচ্ছা জানানো হয়।
এ দেশ আমার, আপনার, সকলের, তাই দেশের সেবায় নিজেদের সব সময় প্রস্তুত রাখতে হবে উল্লেখ করে জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে দেশ আজ উন্নয়নের সড়কে দাড়িঁয়ে, বিশ্বের দরবারে বাংলাদেশ ব্যপক পরিচিতি লাভ করেছে, এই দ্বারা অব্যাহত রাখতে হলে সবাই মিলেমিশে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য পাজেপ‘র সদস্য হওয়ার পর উদীয়মান এই যুব নেতাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্টানের কর্মকর্তা-কর্মচারী, সংগঠন এর নেতৃবর্গ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আরো উল্লেখ্য মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরার ছেলে পার্থ ত্রিপুরা জুয়েল অসহায়, গরীব, নিরিহ মেধাবী শিক্ষাদের নগদ অর্থসহ নানান প্রকার সাহায্য ও সহযোগীতা করে আসছেন।