• November 4, 2024

জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” অনুষ্ঠিত

 জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” জেলা পুলিশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” অনুষ্ঠিত হয়।
নতুন কুড়িঁ ক্যান্টনমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর’র সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন লেডিস ক্লাবের সহ -সভাপতি ফারহানা চৌধুরী। বক্তব্য রাখেন নতুন কুড়িঁ ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।
অনুষ্ঠানে ষষ্ট থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা বই দুটি প্রথমে ৪০ মিনিট পড়তে দেয়া হয়। এরপর পড়া অংশটুকু হতে খাতায় প্রশ্ন লিখে জমা দিতে বলা হয়। জমা দেয়া প্রশ্ন হতে বিচার করে দুই গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিতদের পুরস্কৃত করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post