জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান’র পিতা’র মৃত্যুতে ওয়াদুদ ভূইয়ার শোক
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান’র পিতা মো: নান্নু মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। আজ দুপুর ১২.০০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান‘র পিতা নান্নু মিয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। তিনি ৫ছেলে ও ১মেয়েসহ আসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওয়াদুদ ভূইয়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।