• February 18, 2025

ফটিকছড়ি এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম. এ সালাম। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টা’র দিকে ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়নে জেলা পরিষদের বরাদ্দে ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ড.মাহমুদ হাসান সেতু উদ্বোধনকালে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন।

এসময় অবস্থা বেগতিক হলে দুপুর ২টা নাগাদ তাকে দ্রুত সেখান থেকে নিয়ে এসে নাজিরহাটের কেয়ার পয়েন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুর দু’টার দিকে তাঁর সাথে থাকা জেলা পরিষদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ সাংবাদিকদের জানান, নারায়নহাটে ড.মাহমুদ হাসান সেতু উদ্বোধন করার সময় তিনি হঠাৎ অসুস্থবোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ তাঁর চিকিৎসা চলছে।
ফটিকছড়িতে এই সেতু ছাড়াও এম.এ সালাম নানুপুরে ১টি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, নাজিরহাটে ১টি জেলা পরিষদ মার্কেট উদ্বোধন করার কথা ছিলো বলে জানান পারভেজ।
এ সময় তাঁর সাথে ছিলেন, উত্তর জেলা আ.লীগের সদস্য বখতেয়ার সাঈদ ইরান, জেলা পরিষদ সদস্য এডভোকেট উম্মে হাবিবাসহ আরো অনেকে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post