• July 27, 2024

টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের দুই দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন

 টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের দুই দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের শিক্ষা কর্মসূচীর আওতায় দুই দিন ব্যাপী “কোভিড পরবর্তী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিশুদের শিক্ষা সংক্রান্ত সহায়তা প্রদান শীর্ষক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়।

৮ আগষ্ট  সোমবার প্রকল্পের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্প, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, প্রকল্প পরিচালক, ইফতেখার আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মো. নুরুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, খাগড়াছড়ির জেলা প্রকল্প ব্যবস্থাপক, মো. মতিউর রহমানর এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্য মধ্যে জেলা পরিষদের সদস্য, নিলুউৎপল খীসা (শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফাতেমা মেহের ইয়াসমিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার, উত্তম খীসা, জেলা সমাজ সেবা অফিসার, মো. মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের, উপ-পরিচালক, মহিউদ্দিন আহমেদ, ইউনিসেফের এডুকেশন অফিসার, আফরোজা ইয়াসমিন প্রমুখ।

এছাড়া খাগড়াছড়ি জেলার সকল উপজেলা প্রকল্প ব্যবস্থাপকগণ এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post