ট্রাক চালক সমিতির কার্যালয় উদ্বোধন গুইমারায়

স্টাফ রিপোর্টার:  ১১জানুয়ারী বিকালে খাগড়াছড়ি’র গুইমারাতে ট্রাক-মিনিট্রাক চালক সমিতির কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উ

গুইমারা উপজেলা নির্বাচন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ
বঙ্গবন্ধুর ভাষ্কার্য ভাংচুরের প্রতিবাদে রামগড়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
দীঘিনালায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার:  ১১জানুয়ারী বিকালে খাগড়াছড়ি’র গুইমারাতে ট্রাক-মিনিট্রাক চালক সমিতির কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাালিয়াপাড়ায় সমিতির সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলার ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেমং মারমা, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষিত চালক সতর্কভাবে সড়কে চলাচলের মাধ্যমে নিজে নিরাপদ থেকে অন্যদেরও জীবন বাচাঁনো সহ নিরাপদে কাজ করার আহবান জানান। এসময় তিনি এ সংগঠনকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।