ট্রাক ভাংচুর, মিছিল ও সড়কে আগুন দিয়ে চলছে সড়ক অবরোধ

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

ট্রাক ভাংচুর, মিছিল ও সড়কে আগুন দিয়ে চলছে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর, মিছিল ও সড়কে আগুন দেওয়ার মধ্য দিয়ে পঞ্চম দফায় আহুত ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিন চলছে। ১৫ নভেম্বর বুধবার সক

শান্তিপূর্ণ সহাবস্থানই সর্বাধিক উন্নতি ও অগ্রগতি -মেজর জেনারেল এস এম মতিউর রহমান
মহালছড়ি ইউপি নির্বাচন: নৌকার সাথে পাল্লা দিয়ে শেষ মুহুর্তের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীরাও
মিঠুন চাকমার স্মরণে ১৪ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণসভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর, মিছিল ও সড়কে আগুন দেওয়ার মধ্য দিয়ে পঞ্চম দফায় আহুত ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিন চলছে। ১৫ নভেম্বর বুধবার সকাল ৯টার দিকে পানছড়ি সড়কে সিঙ্গিনালা এলাকায় পিকেটাররা ৪টি ট্রাক ভাংচুর করে। সকাল ১০টার দিকে খাগড়াছড়ি গেইট এলাকায় মহিলা দলের অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়ে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।

এছাড়া সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক, খাগড়াছড়ি-পানছড়ি সড়কে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও মিছিল করে পিকেটিং করছে। মানিকছড়ি ও রামগড়ে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে খাগড়াছড়ি প্রবেশের পথ বন্ধ করা হয়। কয়েকটি স্থানে পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। সড়ক অবরোধের সমর্থনে পিকেটিং হয়েছে, মহালছড়ি, মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতেও।

খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও ছেড়ে যায়নি কোন বাস। চলাচল করছেনা অভ্যন্তরীণ সড়কের পরিবহন।গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।