• July 27, 2024

ডিবি পুলিশ কর্তৃক যুব ফোরাম ও পিসিপি’র ৩ নেতা-কর্মীকে আটকের নিন্দা

স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা ও পাাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি  বিনয়ন চাকমা ২৯ মে মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম ডিবি পুলিশ কর্তৃক অন্যায়ভাবে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গণতান্ত্রিকযুব ফোরাম কেন্দ্রীয়কমিটি সাংগঠনিকসম্পাদক থুইক্যচিংমারমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গত কাল দিবাগত রাত ২.০০টা দিকে ডিবি পুলিশ বিনা ওয়ারেন্টে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা, বন্দর থানা শাখার সভাপতি ক্লান্তময় চাকমা ও পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদককে অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।

বিবৃতিতে তারা বলেন, দেশে কোন গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা তা আজ প্রশ্নবিদ্ধ। নভেম্বর’১৭ থেকে গত কয়েক মাসের মধ্যে ইউপিডিএফ-এর সংগঠক  মিঠুন চাকমাসহ ৬ জন নেতা কর্মীকে হত্যা করেছে নব্য মূখোশ পন্থী ও সংস্কারপন্থী জেএসএসরা। তারা দিনে দুপুরে ঘুরে বেড়াছে এবং সেনা পৃষ্টপোষকতায় পানছড়ি, খাগড়ছড়ি সদরসহ বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে জনগণের উপর চাঁদা দাবিসহ  মোটা অংকের টাকা দার্য করে চলেছে। পানছড়ি বাজার কমিটি ও সাধারণ জনগণ প্রশাসনকে অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখাযাচ্ছে না। এছাড়া জ্এেসএস সংস্কারপন্থী ও নব্য মূখোশদের বিরুদ্ধে মিছিল করতে পানছড়ি বাজার কমিটিকে বাঁধা দিয়েছে। জ্এেসএস সংস্কারপন্থী ও নব্য মূখোশদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের  প্রতিবাদে এখনো সাধারণ জনগণের পক্ষ থেকে পানছড়ি বাজার বয়কট চলছে।  বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে আটক যুব ও ছাত্র নেতা সুকৃতি চাকমা, ক্লান্তময় চাকমা, জিকো চাকমার  নিঃশর্ত মুক্তি, পার্বত্য চট্টগ্রামে যৌথঅভিযানের নামে সাধারণ জনগণ ও রোজনৈতিক নেতাকর্মীদের অন্যায় আটক-নির্যাতন বন্ধ,  রাষ্ট্রীয় সেনা পৃষ্টপোষকতায় হত্যা-খুন বন্ধের  দাবি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post