ঢাকায় মুখোশবাহিনী বিরোধী লাঠি মিছিল করবে পাহাড়ের ৩ সংগঠন
ডেস্ক রিপোর্ট: ৭ মার্চ ঐতিহাসিক মুখোশবাহিনী প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে আগামীকাল ঢাকায় পার্বত্য চট্টগ্রামের ৩ সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) লাঠি মিছিল করবে বলে জানা গেছে।
গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক রিপন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়। মিছিলটি বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হবে। মিছিলটি পল্টনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে এসে সমাবেশ করবে।
১৯৯৬ সালের এই দিনে ‘মুখোশবাহিনীর’ হামলা প্রতিরোধে খাগড়াছড়ি সদরের সর্বস্তরের জনতা লাঠিসোটা নিয়ে রাজপথে নেমে এসেছিল।