ঢাকা জাতীয় জাদুঘরে ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরের নলীনিকান্ত ভট্টশালী গ্যালারীতে ২৬ জানুয়ারি থেকে ক্যালিগ্রাফি প্রদর্শনী চলছে। আজ ১ ফেব্র“য়ারি, শুক্রবার, বিকেল ৩টা থেকে ৫.৩০টা পর্যন্ত জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষণ প্রদান করবেন বিশ্বখ্যাত ইসলামিক ক্যালিগ্রাফার চীনা নাগরিক কুয়াং জিয়াং মি (হাজী নূর দ্বীন)।
আগামীকাল ২ ফেব্র“য়ারি, শনিবার, সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ক্যালিগ্রাফি অংকন প্রতিযোগিতা, ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্যালিগ্রাফি সম্পর্কে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আ ক ম মুজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করবেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। বার্তা প্রেরক: (শাহ্ মুহাম্মদ ইব্রাহিম মিয়া) কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।