• December 10, 2024

তফসিলকে স্বাগত জানিয়ে দীঘিনালায় আওয়ামীলীগের মিছিল

মোঃ আল আমিন, দীঘিনালা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তফসিল ঘোষনার পরপরই উপজেলায় আনন্দ মিছিল করে আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই উপজেলার বাবুপাড়া দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলাস্থ দীঘিনালা থানা বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। তাৎক্ষনিক এ আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী যোগ দেন। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মোহাম্মদ কাসেম বক্তব্য রাখেন, ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ২৩ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ২৩ ডিসেম্বরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপুর্ন। এ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের বিকল্প নেই। আওয়ামীলীগ পরাজিত হলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিউটন মহাজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুল আলম মাহাবুব ছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post