খাগড়াছড়ির প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গ্রীন হিল কলেজের ২০২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ মাঠে এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম। এসময় সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জোন অধিনায়ক বলেন, পড়াশুনার পাশাপাশি নিজেকে সাবার আগে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, এবং উচ্চ শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।