• October 12, 2024

তৈলের গাড়িতে অবৈধ কাঠ পাচার কালে আটক ২

 তৈলের গাড়িতে অবৈধ কাঠ পাচার কালে আটক ২

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা থানার আওতাধীন বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকা থেকে খাগড়াছড়ি টু চট্টগ্রাম মহা সড়কের উপর হইতে মেঘনা অয়েল কোম্পানির গাড়ি, অবৈধ কাঠসহ ২জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

২৩জানুয়ারি মঙ্গলবার গুইমারা থানা গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানাধীন ০১নং ইউপির বাইল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার (লরির) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সরকারী রাজস্বকর ফাঁকি দিয়ে সড়ক পথে ৬৭৫টি সেগুন ও গোদা কাঠ পাচার কালে জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

ঘটনায় জড়িত সন্দেহে আটককৃত হলেন, সুবল দে(২৩), পিতা-নিপু দে, সাং-কেউটিয়া, মুকুল মাষ্টারের বাড়ী, ০৭নং ওয়ার্ড, ০৭নং রমজান আলী হাট ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম অপরজন হলেন, আব্দুল শুক্কুর(২৭), পিতা-মো: ইউসুফ মিয়া, সাং-চত্তারপাড়া, সোনা মিয়া ফকির বাড়ী, ০৭নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম। গুইমারা থানার (ওসি) আরিফুল আমিন জানান, উদ্ধারকৃত কাঠ, গাড়ী ও আটককৃত ব্যক্তিদ্বয় পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। টিম গুইমারা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post