• July 27, 2024

সরকারি দাপ্তরিক কাজে আরো বেশী গতি আনার লক্ষ্যে ই-নথি প্রশিক্ষন কর্মশালা মাটিরাঙ্গায়

মাটিরাঙ্গা প্রতিনিধি:  মাটিরাঙ্গা উপজেলায় কর্মদক্ষতা বৃদ্ধি ও সরকারের দাপ্তরিক কাজে আরো বেশী গতি আনার লক্ষ্যে উপজেলা পর্যায়ে ই-নথি ও ই-ফাইলিংয়ে কাজ করার জন্য বিভিন্ন বিভাগীয় অফিসার ও অফিস সহকারীদের আইসিটি ও অফিস ব্যবস্থপনা বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে ৩ দিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরীর প্রশিক্ষন পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি ) উজ্জ্বল কুমার হাওলাদার।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও অফিস সহকারীসহ প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা ১০ জন ই-নথি ও ই-ফাইলিংয়ের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post