দীঘিনলায় ব্যক্তিগত উদ্যোগে ত্রান বিতরণ
দীঘিনালা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরেছে দরিদ্র লোকজন। তাই সরকার থেকে তাদের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করা হচ্ছে। তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আজ রবিবার দুপুর থেকে খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায় এক ব্যবসায়ী এগিয়ে এসেছেন ত্রাণসামগ্রী নিয়ে।
হতদরিদ্র প্রায় দুইশতাধীক পরিবারের ত্রাণ-সামগ্রী বিতরণ করেন, উপজেলার সদর ইউনিয়ন এর আশীষ মেম্বার পাড়া, সুধীর মেম্বার পাড়াসহ নতুন পাড়ার পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে।
ত্রান-সামগ্রীর মধ্যে ছিলো, চার কেজি আটা, দুই কেজি আলু, ৫০০মিলি তৈল ও একটি সাবান। এই সময় ত্রাণ-সামগ্রী পেয়ে খুশি, মিনু চাকমা, প্রমিলা চাকমা, রিতা বড়ুয়া ও আবু বশর বলেন, এই দূর্যোগ কালিন সময় আমাদের পাশে এসে দাড়িয়েছে আমাদের এলাকার ছেলে মোঃ নাসির উদ্দিন।
আমরা অনেক খুশি। তার সাধ্যমত সে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, বৃত্তবানরা যদি আমাদের পাশে এসে দাড়ায় তাহলে এই কান্তিকালিন সময়ে আমাদের আর বাহিরে যেতে হবে না।
ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন এর ত্রাণ বিতরণ এর সময় তার সহযোগী ছিলেন অপু বড়ুয়া সান্টু তিনি জানান, নাসির উদ্দিন একজন শিক্ষক, ঠিকাদার, ও কাঠ ব্যবসায়ী।