• May 24, 2024

দীঘিনালায় জাতীয় বেঈমান আখ্যা দিয়ে কুশপুত্তলিকা ও সমাবেশ অনুষ্ঠিত

 দীঘিনালায় জাতীয় বেঈমান আখ্যা দিয়ে কুশপুত্তলিকা ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা: সন্তু লারমা, দীপংকর তালুকদার, বীর বাহাদুর, কুজেন্দ্র লাল ত্রিপুরা, হাবিবুর আউয়াল কে জাতীয় বেঈমান, বিশ্বাস ঘাতক ও দালাল আখ্যায়িত করে “ঘাতক-দালাল নির্মূল কমিটির  আহ্বানে দীঘিনালা জনতা” ব্যানারে সমাবেশ করেছে। ইউপিডিএফের (প্রসিত) সহযোগিতায় জেলার দীঘিনালার বাবুছড়া এলাকায় রবিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উল্লেখিত ব্যাক্তিদের কুশপুত্তলিকা কেটে মাঈনী নদীতে ভাসানো হয়।

এর আগে বাবুছড়া ইউনিয়নের বেলতুলি হতে জারুলছড়ি মূখ মাইনী নদীর তীরে পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে এসে সংক্ষিপ্ত সংহতি বক্তব্য রাখেন, যুব নেতা জ্ঞান প্রসাদ চাকমা, এলাকাবাসী পক্ষে অমর চাকমা। বক্তারা বলেন, জাতীয় বেঈমান, বিশ্বাস ঘাতক ও ঘৃণ্য দালালদের সমাজে জায়গা হতে পারে না। তাদের কারণে জাতি ধ্বংস হতে চলেছে।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন মূহুর্তে পাহাড়ের  আতংকিত হচ্ছে পাহাড়ি জাতিগোষ্ঠী। গত ১১ ডিসেম্বর তা প্রমাণ করে। পানছড়িতে ৩ ছাত্র নেতাসহ ইউপিডিএফ এর সংগঠক একজন তাদের সবাইকে গুলি করে হত্যা করেছে। প্রশাসন এখনো খুনিদের গ্রেফতার করেননি। সমাবেশে বক্তারা তীব্র নিন্দা জানিয়ে দালালদের কুশপুত্তলিকা কেটে নদীতে ভাসিয়ে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post