দীঘিনালায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র, যুব, নারী সমাজদের প্রদীপ প্রজ্জলন

 দীঘিনালায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র, যুব, নারী সমাজদের প্রদীপ প্রজ্জলন

দীঘিনালা প্রতিনিধি: ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ আবু সাঈদ, মুগ্ধ, ও ‘স্বনির্ভর হত্যাকাণ্ড ২০১৮’-এ নিহত তপন, এল্টন, পলাশসহ ফ্যাসিস্ট হাসিনার আমলে নিহত সকল শহীদদের সন্মানে খাগড়াছড়ির দীঘিনালায় প্রদীপ প্রজ্জ্বলন করেছে দমন-পীড়নের বিরুদ্ধে দীঘিনালার ছাত্র-যুব-নারীসমাজ এর ব্যানারে।

বরিবার সন্ধ্যায় উপজেলার বাবুছড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় সড়ক পথে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এই সময় এতে বক্তব্য রাখেন, ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী সোহেলী চাকমা, কলেজ ছাত্র রুপন চাকমা এবং এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট
ইউপিডিএফ (প্রসিত) দীঘিনালা ইউনিটে সংগঠক সজীব চাকমা।

বক্তারা বলেন, চলমান বৈষম্য বিরুদ্ধে সমতলে ন্যায় পাহাড়ের ছাত্র সমাজ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেওয়ালে উপর গ্রাফিতি করা হলে রাষ্ট্রীয় বাহিনী বাধা প্রদান করেন।

২০১৮ সালের খাগড়াছড়ির স্বর্নিভরে ঘটনা সারা বাংলাদেশ মানুষ দেখেছেন যে কিভাবে নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে নব্য মুখোশ সশস্ত্র সন্ত্রাসীরা। দীর্ঘ ৬ বছরেরও কোন দোষীদের বিচারের আওয়াতায় আনা হয়নি। বর্তমান সরকারের পাহাড়ের সংঘাতময় পরিস্থিতির নিরসনের জন্য প্রকৃত অর্থে সামাজিক ও গণতান্ত্রিক ব্যবস্থা পরিবেশ সৃষ্টি না হলে আরো পাহাড়ের ভয়াবহ রূপ ধারণ করবে। তাই এই বিষয়ে অন্তর্বতীকালীন সরকারের সুনজরে দেখা আহবান জানান বক্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post