দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাছান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই দীঘিনালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রেসক্লাব সভাপতি মো. আল আমিন, সহ-সভাপতি কাজী হাবিবুল্লাহ রানা, সাবেক সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক এম মহাসিন মিয়া, অর্থ সম্পাদক সুমন উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও পরিবেশসহ বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
ইউএনও বলেন, “গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা উন্নয়নকে ত্বরান্বিত করে। অংশগ্রহণমূলক প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ ও টেকসই দীঘিনালা গড়ে তুলতে চাই। সভা শেষে এক অনানুষ্ঠানিক পর্বে ইউএনও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।