• February 9, 2025

দীঘিনালায় পিতা খুনের ৪ঘন্টার মাথায় হত্যাকারি ছেলে আটক

 দীঘিনালায় পিতা খুনের ৪ঘন্টার মাথায় হত্যাকারি ছেলে আটক

আল-আমিন,দীঘিনালা: দীঘিনালায় ছেলের হাতে বাবা খুনের ঘটনার ৪ঘন্টার মাথায় হত্যাকারি ছেলে মো: জসিম উদ্দিন(২২)কে আটক করেছে পুলিশ। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে দীঘিনালার মধ্যবেতছড়ি এলাকা থেকে পালিয়ে থাকা জসিমকে আটক করতে সক্ষম হয় দীঘিনালা থানা পুলিশ। নিহতের পিতা মোবারক হোসেন(৭৫) বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা রুজু করেন।

১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার জামতলী বাঙালিপাড়ার বাসিন্দা মো. মিন্টু মিয়া (৫২) কে তার বড় ছেলে মো. জসিম উদ্দিন জনি (২২) ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন নিয়মিত নেশা করতো। শুক্রবার জুম্মার নামাজের পর সে নেশা করে বাড়িতে আসে। এ সময় পিতার সাথে তার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জসিম তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। দায়ের কোপে এক পর্যায়ে মিন্টু মিয়া আহত হয়ে মাটিতে পরে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন আহত মিন্টু মিয়াকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান জানান, আসামিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post