দীঘিনালায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:” সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় পুষ্টি সপ্তাহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল (সোমবার) ১১টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পে সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুষ্টি সপ্তাহ বিষয়ক আলোচনা সভার আয়োজন কর হয়।
এসময় উপজেলা (লীন) এর কো-অডিনেটর সুনয়ন চাকম‘র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ প্রমূখ।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন খাদ্য স্বংয়ণসম্পূর্ণ দেশ। তাছাড়া শুধু খাবার খেলে হবে না, খাদ্যের পুষ্টিরগুন সম্পর্কে আমাদের সকলের জানতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে যাতে করে শরীরে পরিপূর্ণ পুষ্টির ঘাটতি পূরণ হয়। সকলকে পুষ্টিকর খাবর সম্পর্কে সচেতন হবে।