দীঘিনালায় বিজয়ী ধর্মজ্যোতি চাকমা
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ধর্মজ্যোতি চাকমা। তিনি দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় ১০ হাজার ভোটের ব্যাবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ধর্মজ্যোতি চাকমা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৩৫ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ কাশেম আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৮৭ ভোট।
৩৬ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫ কেন্দ্রের ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন বাবু সুসময় চাকমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন সীমা দেওয়ান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার রয়েছে ৯০ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৬ হাজার ৮১, মহিলা ভোটার ৪৪ হাজার ১১২ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।