দীঘিনালায় বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

 দীঘিনালায় বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মো: আল আমিন, দীঘিনালা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা বন্যায় কবলিত পরবর্তী সময়ে বাবুছড়া এলাকায় মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করছে বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি।

মঙ্গলবার (২৭আগস্ট) সকাল ১০টায় উপজেলার বাবুছড়া ইউনিয়নের দক্ষিণ বাবুছড়া বেনুবন বৌদ্ধ বিহারের সামনে বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন ৭বিজিবি’র মেডিক্যাল অফিসার, মেজর আতাউর রহমান, এএমসি।

এতে বাবুছড়া ইউনিয়নের বন্যায় কবলিত পরবর্তী সময়ে ২শতাধিক অসহায় দুস্থ পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ প্রদান করা হয়।

৭ বিজিবি পক্ষ থেকে জানানো হয় বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যবৃন্দ, দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকেছে এবং আগামীতেও সকল প্রকার সহায়তা প্রদান করবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post