দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; লক্ষ টাকা জরিমানা

দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; লক্ষ টাকা জরিমানা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু'টি অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দু'টি অভিযানের মধ্যে মেস

লক্ষ্মীছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা
পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজী চলবে না – স্বরাষ্ট্রমন্ত্রী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু’টি অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

দু’টি অভিযানের মধ্যে মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ইটভাটা ও মাইনী বালুমহাল ইজারাদারকে ৫০ হাজার টাকা করে সর্বমোট  ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করে মানহীন পণ্য বিক্র‍য়ের অপরাধে মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ ধারার বিধানমতে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

একইসাথে বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন,২০০৯ এর বিধান লংঘণের কারণে দীঘিনালা মাইনী বালুমহাল ইজারাপ্রাপ্ত কর্তৃপক্ষ নুর হোসেন কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।