দীঘিনালায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সেনাবাহিনী।
শনিবার সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়ার মৈত্রী বিহার সংলগ্ন মাঠে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও সেনাবাহিনীর দীঘিনালা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি। তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় অসহায় শীতার্ত মানুষের কষ্ঠ দূর করতে দীঘিনালা সেনা জোন শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। এর অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়ন ও দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷’
এই সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট কাজী আসিফ আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় ইউপি সদস্য স্মৃতিকাঞ্চন চাকমাসহ রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা।