দীঘিনালায় সফল প্রকল্পের দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার: দীঘিনালায় ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাক্সেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্প বাস্তবায়নের আওতাধীন উপজেলার ১০টি হাইস্কুল ও ২টি দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি ও পরিচালনা কমিটির প্রতিনিধিদের অংশ গ্রহনে দিনব্যাপী আয়রন ফলিক অ্যাসিড (IFA), মাসিক, স্যানিটেশন, হাইজিন কর্ণার ও পুষ্টি বাগান বিষয়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই বৃহস্পতিবার দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রকল্প বাস্তবায়ন হয়।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আসলাম উদ্দিন প্রমূখ । সফল’র দিনব্যাপী এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, সফল’র উপজেলা প্রকল্প সমন্বয়ক প্রীতি চাকমা।
এ সময় ডা. তনয় তালুকদার ওরিয়েন্টেশনে বলেন, যেকোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্বাভাবিক ভাবে কিশোরী ও নারীদের প্রতি মাসে শরীরে রক্ত সল্পতা দেখা দেয়। এজন্য আয়রন ফলিক অ্যাসিড খেতে হবে। রক্ত সল্পতা কিশোরী ও নারীদের মারাত্মক সমস্যা। যেকোনো সমস্যা বা রোগ গোপন রাখলে পরবর্তীতে বড় আকার ধারন করতে পারে। আমাদের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বিনামূল্যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেয়া হয়।
এছাড়াও হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে কিশোরী স্বাস্থ্য সেবার জন্য হাইজিন কর্নার করার জন্য আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সফল’র কমিউনিটি ফ্যাসিলেটর পপেন ত্রিপুরা ও ফ্যাসিলেটর ভূবনময় ত্রিপুরা প্রমূখ।