• March 16, 2025

দীঘিনালায় সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি

 দীঘিনালায় সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি

দীঘিনালা প্রতিনিধি: আদালতের মাধ্যমে ১৯০০ সালের সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা শাখা।

মঙ্গলবার সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাঘাইছড়ি দূঅর হতে বিক্ষোভ মিছিল নিয়ে বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিটের ব্যানারে, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দিতে হবে! আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবির স্লোগানে সমাবেশের দীপন চাকমার সভাপতিত্বে সঞ্চালনা করেন সুজন চাকমা। বক্তব্য রাখেন, ইউপিডিএফ এর দীঘিনালা সংগঠক সজীব চাকমা ও অমর চাকমা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post