• November 6, 2024

দীঘিনালায় সেনাবাহিনীর নবীন সদস্যদের শপথ গ্রহন

 দীঘিনালায় সেনাবাহিনীর নবীন সদস্যদের শপথ গ্রহন

খাগড়াছড়ি প্রতিনিধ: দীঘিনালায় সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে ৯৬৩ জন আজ বৃহস্পতিবার শপথ গ্রহন করেছেন। এ উপলক্ষে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি সেনাবাহিনী নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচ ২০২১ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। এ সময় তিনি দেশ মাতৃকার যে কোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহবান জানান।

 রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো: আলী রেজা, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্ণেল হায়দার, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে,কর্ণেল এহসানুল হক ভুইয়া,বিভিন্ন রিজিয়নের রিজিয়ন কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

রিক্রুট ব্যাচে ২০২১ এ পদাতিক কোরের ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৩১৩ জন ও বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের৬৫০ জনসহ সর্বমোট ৯৬৩ জন সদস্য ৪০ সপ্তাহের কঠোর মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post