দীঘিনালায় ২০ ইসিবি’র গৃহ নির্মাণে সহায়তা প্রদান
মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রতিক বন্যায় বাড়িঘর অধিক ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের পূনর্বাসন ও গৃহ নির্মাণের জন্য সহায়তা হিসেবে দেওয়ার হয়েছে ঢেউটিন ও নগদ অর্থ।
৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর নির্দেশনায় শনিবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলায় ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরে সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে পূনর্বাসন ও গৃহ নির্মাণ সহায়তা হিসাবে নগদ অর্থ ও আড়াই বান করে ঢেউটিন প্রদান করেন, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল আসিফ আহমেদ তানজিল, পিএসসি।
৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর আওতাধীন ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের এই মানবিক সহায়তায় পেয়ে রেবতী চাকমা, শিফতী চাকমা ও আমেনা বেগম জানান, বন্যায় প্লাবিত হয়ে তাদের বাড়িঘর ভেঙে যায় এই সময় সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় পেয়ে তারা অনেক খুশি এবং তাদের ভেঙে যাওয়া ঘর মেরামত করতে পারবে বলেও জানান তারা।