Homeস্লাইড নিউজশিরোনাম

দীঘিনালার রিক্রুট ট্রেনিং সেন্টারে ফলদ বৃক্ষ রোপণ: সবুজ ছায়ায় আকর্ষণীয় করার উদ্যোগ

সোহেল রানা: “খুব শীঘ্রই খাগড়ছড়ির দীঘিনালা এ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার একটি সবুজ ছায়া সুনিবিড় আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে এবং পাখিদের অভয়

খাগড়াছড়িতে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ ২জন আটক
মানিকছড়িতে নতুন আরো ১ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জন
ইউএনও ওয়াহিদা খানম’র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন গুইমারাতে

সোহেল রানা: “খুব শীঘ্রই খাগড়ছড়ির দীঘিনালা এ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার একটি সবুজ ছায়া সুনিবিড় আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে এবং পাখিদের অভয়াশ্রমে পরিণত হবে। রৌদ্র-ছায়া আর পাখির কলকাকলীতে মুখরিত হবে এ প্রতিষ্ঠান। ফলদ বৃক্ষরোপণে এ ট্রেনিং সেন্টার জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কারে ভূষিত হওয়ার পর, গত বুধবার বিকালে দীঘিনালা এ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে রোপন করা বাগান ঘুরে দেখিয়ে এসব কথা বলেন, দীঘিনালা এ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার এর ট্রেনিং ইন্সট্রাক্টর(টিআই)লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

দীঘিনালা এ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার এর বাগান সূত্রে জানাযায়, ২০১৭ সনে এ প্রশিক্ষণ সেন্টারের প্রায় ৫০(পঞ্চাশ)একর টিলা জমি জুড়ে বাগানে পরিকল্পনা করা হয়। পরিকল্পনানুযায়ী  ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠানের আওতাধীন রাস্তার ধার, পুকুরপাড়, পাহাড়-টিলা এলাকায় আম্রপালি ও রাঙ্গুয়াই আম, নারিকেল, লিচু-চায়না ৩, পেঁপে, পেয়ারা, বাতাবী লেবু, কমলা, মাল্টা, লেবু, জলপাই, কাঁঠাল, বেল, কুল, তেঁতুল, কামরাঙ্গা, জাম এবং আমড়াসহ প্রচলিত ও অপ্রচলিত ২২হাজার ১শত ফলদ চারা রোপন করা হয়েছে। এছাড়া বাগানের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে  বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধকবৃক্ষ ২১হাজার ৭শত ২৫টি চারা রোপণ করা হয়েছে। রাস্তার দুপাশে ১হাজার ৬শত ১১টি নারিকেল ও সুপারি গাছের চারা রোপন করা হয়েছে। বাগানে রয়েছে বিশালাকার পুকুর। যা দিয়ে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাওয়া যাবে।