দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২ নং বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরে ৪১ লক্ষ ২৮ হাজার ২৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ব
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২ নং বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরে ৪১ লক্ষ ২৮ হাজার ২৬০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বোয়ালখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
বাজেটে সুপেয় পানির, নলকূপ, ও সোলার এর উপর গুরুত্ব দেয়া হয়েছে। সর্বমোট ৪১ লক্ষ ২৮ হাজার ২৬০ টাকা আয় এবং টাকার আয়ের মধ্যে ৪১ লক্ষ ২ হাজার ৫৬০ টাকার ব্যয় ধরা হয়েছে।
২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক পুনেন্দু বিকাশ চাকমা, নারী নেত্রী নিলুপা ইয়াসমিন প্রমুখ।