দীঘিনালায় অাওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল
মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অাওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
দীঘিনালা উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোহাম্মদ কাশেম’র সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলাম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দিন ভুইয়া। এছাড়া ইফতার মাহফিলে উপজেলা অাওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের চার শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে বলে জানা যায়।