• November 6, 2024

দীঘিনালায় আওয়ামীলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির দীঘিনালায় মো. শাকিল হোসেন (৫২) নামে এক আওয়ামীলীগ নেতাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাত ৯ থেকে সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

মো. শাকিল হোসেন দীঘিনালার মেরুং ইউনিয়নের শহীদ জব্বার পাড়া এলাকার মৃত: সিরাজ মিয়ার ছেলে ও মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামীলীগ নেতা শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান। রাত ১০ টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আমগাছে শাকিল হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে কেন এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্বারে পুলিশ ঘটনাস্থলে যায়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post