দীঘিনালায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

দীঘিনালায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার: দীঘিনালা উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থ

পানছড়িতে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন
লক্ষীছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজার মাতা জহুরা বেগমের মৃত্যুতে ওয়াদুদ ভূইয়ার শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: দীঘিনালা উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টার প্রতিবাদে উপজেলার ৫টি ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার ৫টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফিক, মনির ফরাজি সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দরা অংশ নেন ।

বক্তারা বলেন, বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টার প্রতিবাদেই আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি চলছে। সমাবেশ থেকে বিএনপি ও জামায়াতের এসব কর্মকাণ্ডকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।

COMMENTS