• December 12, 2024

দীঘিনালায় ইয়াবাসহ আটক ১

দীঘিনালা প্রতিনিধি: দীঘিনালায় উপজেলায় ইয়াবসহ একজন ইয়াবা ব্যবসায়ী আলম (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইয়াবসহ গ্রেপ্তার আটক তাকে করা হয়। গ্রেপ্তারকৃত আলম উপজেলার বোয়ালখালি ইউনিয়নের জামতলি এলাকার আলমগীর হোসেনের ছেলে এবং তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত পূর্বের আরো ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইয়াবা বিক্রয় করতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনি বেইলি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তার নিকট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, গ্রেপ্তারকৃত আলম ইয়াবাসহ আগেও আটক হয়েছিল। তার বিরুদ্ধে আগের আরো ২টি মামলা রয়েছে এবং দীঘিনালায় শীর্ষ কয়েকজনের ইয়াবা ব্যবসায়ীর মধ্যে আলম একজন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post