• November 11, 2024

দীঘিনালায় এক যুবককে কুপিয়ে হত্যা

দীঘিনালা  প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ইমরান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৩ মে শনিবার সকাল ৭টার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলনপুর কার্বারীপাড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমরান দীঘিনালা থানা বাজার এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারীপাড়া এলাকায় স্থানীয়রা ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ইমরানের শরীরের ধারালো অস্ত্রের বেশ-কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামা মোঃ লিটন জানান, শুক্রবার দুপুরে পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাযায়, সে সন্ধ্যা ৭ টার দিকে সেচ্ছায় হাসপাতাল থেকে চলে যায়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ও ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post