• November 13, 2024

দীঘিনালায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় রবি (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ির গোরস্থান এলাকায় ঘটনা ঘটে

নিহত রবি দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ির গোরস্থান এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। ব্যাক্তিগত জীবনে এক ছেলে এক মেয়ের জনক

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালের দিকে নিজের বাড়ির পেছনে আম গাছের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে দীঘিনালা থানা পুলিশেরর উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে

দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

এদিকে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে নানা রহস্য দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে মেরুং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post