দীঘিনালায় কাঠ ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা
ডেস্ক রিপোর্ট: দীঘিনালা উপজেলার ৭ নং বাঁশবাগান এলাকায় কাঠ পরিবহনের একটি ট্রাক্টরে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আগুন ধরিয়ে দেয় এবং ট্রাক্টরে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে।
সূত্রে জানা যায়, কাঠ ব্যবসায়ী মো. এয়াকুব সওদাগরসহ বাবুছড়ার তিনজন কাঠ ব্যবসায়ীর মোট ১৩ টি গাড়ি কাঠ সংগ্রহের জন্য ঐ এলাকায় যায়। কিন্তু বাবুছড়ায় ফেরত আসার সময় চাঁদার দাবিতে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা হামলা চালায়।
সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে ট্রাক্টর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ে এবং আগুন ধরিয়ে দেয়। ড্রাইভার আমির হোসেন এর কাছে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন কেড়ে নেয়। বিষয়টি জানাজানির পর নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে দ্রুত পৌছায়।