• November 11, 2024

দীঘিনালায় গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী নিহত

স্টাফ রিপোর্টার: জেলার দীঘিনালা উপজেলায় গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী সুকেন্দু চাকমা ওরফে সুমন্ত নামে এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ২ নভেম্বর শুক্রবার ভোরে দীঘিনালা উপজেলার মনের মানুষ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, সকালে দীঘিনালা উপজেলার মনের মানুষ এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মী সুমন্তকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে দীঘিনালার পুলিশ গিয়েছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার খবর পাওয়া গেছে।

দীর্ঘিদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে আঞ্চলিক দল ইউপিডিএফ ও নব গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর মধ্যে বিরোধ চলছে। তার জের ধরে এ পর্যন্ত কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post