দীঘিনালায় চার গুনীজনকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: সমাজ সেবা,শিক্ষা ও ধর্ম প্রচারে বিশেষ অবদান রাখায় দীঘিনালা উপজেলায় চার গুনীজনক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে দীঘিনালা মাইনী ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় মালটিফারপাস কমিউনিটি সেন্টারে সাবেক উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমার সভাপতিত্বে এ-গুনীজন সংবর্ধনা দেওয়া হয়। চার গুনীজনরা হলেন, ভারত পত্যাগত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)।
সাবেক পার্বত্য মন্ত্রী প্রয়াত কল্পরঞ্জন চাকমা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, ত্রয়োদশ সংঘরাজ ভদন্ত ড.জ্ঞানশ্রী মহাস্থবির।