• December 13, 2024

দীঘিনালায় চাল উদ্ধার, আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি: দীঘিনালা উপজেলার ছোটমেরুং বাজারে অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচি’র (১০ টাকা কেজি) ৭০ বস্তা চাল ক্রয়ের অভিযোগে ১ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ছোটমেরুং বাজারে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।

দিঘীনালা থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ’র অভিযানে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা(৩০কেজি) চাল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (দুলু) কে আটক করা হয়। ধারনা করা হচ্ছে ডিলার জহির চালগুলো দেলোয়ারের নিকট বিক্রি করেছে।  আটককৃত ব্যবসায়ী ছোটমেরুং এলাকার সওদাগর পাড়া’র মোঃ আব্দুর রাজ্জাকের পূত্র।

এদিকে অভিযানের খবর পেয়ে খাদ্য বান্ধব কর্মসূচি’র মেরং ইউনিয়ন’র ডিলার ও মেরুং (দক্ষিণ ) ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি  মোঃ জহির পালিয়েছে৷

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচি’র চাল মজুদের অভিযোগে ৭০ বস্তা (৩০ কেজি) চাল জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। তাদের বিরূদ্ধে দিঘীনালা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post