দীঘিনালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

দীঘিনালা প্রতিনিধি: মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্

রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু
খাগড়ছড়ি শহরে ধানের শীষ প্রতীকের গণসংযোগ, জনতার ঢল
মানিকছড়িতে সড়ক দূঘটনায় তাবলিগ জামাত কর্মীর মৃত্যু

দীঘিনালা প্রতিনিধি: মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, প্রাথমিক শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

সমাবেশের শুরুতে ফিতা কেটে মেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দীঘিনালা জোনের উপ- অধিনায়ন মেজর মো. মাকসুদুল নাঈম পিএসসি। পরে মেলা স্টল ঘুরে দেখা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থেত থেকে বক্তব্য রাখেন  জোনের উপ- অধিনায়ন মেজর মো. মাকসুদুল নাঈম পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ২নং বোয়াখালী ইউপি চেয়রম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্ত(ভারপ্রাপ্ত) মোঃ মিনহাজুল ইসলাম, প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়।